ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। মঙ্গলবার (৯মে)সকাল ১১টায় তিনি সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে গেলে তাকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। পরে তিনি উপজেলার সরকারী বিভিন্ন দপ্তর, মুজিব শতবর্ষে ভূমিহীন পরিবার পুনর্বাসনে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন অফিস উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে ২০২২-২৩ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন দুঃস্থ ও অসহায়দের মাঝে সরকারি বিভিন্ন সহযোগীতা বিতরণ করেন।
বিভিন্ন অফিস পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সুধীজনদের উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় করলে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন , উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এইচ এম ইবনে মিজান , কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা,সিরতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ,ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন সহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গ ও সুধীজনরা।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যকালে বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন তারই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে চলবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সকল প্রকার সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উপস্থিত সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়ে সদর উপজেলার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না