গৌরনদীতে প্রবীন-প্রতিবন্ধীর অধিকার বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ৭১
গৌরনদী প্রতিনিধিঃ
বরিশাল অঞ্চলের কারিতাস এসডিডিবি প্রকল্পর উদ্যোগে গৌরনদী কারিতাস মিলনায়তনের প্রকল্পের প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সার্বিক পরিস্থিতি ও অধিকার বিষয়ে সচেতনতামূলক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ নভেম্বর) সকালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা, মাহিলাড়া ফোরাম সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কালীয়া দমন গুহ। বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী সমাজ সেবা কর্মকর্তা বি.এম, আব্দুল মান্নান তুহিন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আজকের পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি এফএও পল রায়, কারিতাস বরিশাল অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা সম্রাট সেরাও, কারিতাসের এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক, মাহিলাড়া হাপানিয়া ক্লাবের সভাপতি মোঃ সাহেব আলী শেখ, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নাজমাবেগম প্রমূখ।