আবারো ওয়েব ফিল্মে সাদিয়া আয়মান
- আপডেট সময় : ০৫:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৫৩
বিনোদন বক্স:
নতুন প্রজন্মের দর্শকপ্রিয় আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। গেলো ঈদে ছয়/সাতটি নাটকে অভিনয় করে আলোচনার শীর্ষে চলে এসেছেন তিনি। যে কারণে নির্মাতাদেরও তাকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে অনেক। দর্শকের যে শিল্পীর প্রতি আগ্রহ বেড়ে যায়, যার অভিনয় ভালোলাগে নির্মাতা-প্রযোজকদের তাকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়ে যায়। যে কারণে সাদিয়া আয়মানের ব্যস্ততা এই মাসে বেড়ে গেছে অনেক খানি। বলা যায় চলতি মে মাসের পুরোটাই ব্যস্তক তিনি। শিহাব শাহীন পরিচালিত ‘মায়া শালিক’ ছিলো সাদিয়া আয়মান অভিনীত প্রথম ওয়েব ফিল্ম।
প্রথম ওয়েব ফিল্মে অপূর্ব’র বিপরীতে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেন তিনি। প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করে একজন নবাগত অভিনেত্রী হিসেবে ‘বিসিআরএ’ সম্মাননাও লাভ করেন তিনি। চলতি মাসের ১৯ থেকে ২৭ মে সাদিয়া আয়মান দ্বিতীয়বারের মতো আরো একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন। নাম ‘স্বপ্নভূক’। এটি রচনা ও পরিচালনা করবেন মাসুম শাহরিয়ার।
এটি ছাড়াও সাদিয়া আয়মান এরইমধ্যে টেলিফিল্ম, নাটকের কাজ শেষ করেছেন। চলতি মাসে আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করবেন। সাদিয়া আয়মান বলেন,‘ স্বপ্নভূক সত্য ঘটনা অবলম্বনে নির্মীয়মাণ একটি ওয়েব ফিল্ম হতে যাচ্ছে। টানা নয়দিন এই ওয়েব ফিল্মের শুটিং করবো। গল্পটা আমার কাছে ভালোলেগেছে। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আশা করছি এই ওয়েব ফিল্মটিও সাড়া ফেলবে। আর এই মাসটার পুরোটাই অনেক ব্যস্ততার মধ্যদিয়ে কাটবে।
আলহামদুলিল্লাহ গেলো ঈদে আটটি কাজের মধ্যে সাতটি কাজের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। আর যে কাজগুলো করবো প্রত্যেকটি নাটকেরই গল্প ভালো। যে কারণে কষ্ট হলেও ভালো ভালো গল্পের কাজ ছাড়তে চাচ্ছিনা।’ সাদিয়া আয়মান জানান গতকাল তিনি জামাল মল্লিকের নির্দেশনায় একটি নাটকের কাজ শুরু করেছেন। এছাড়া মাসজুড়ে কাজ করবেন তিনি চয়নিকা চৌধুরী, নূর ইমরান মিঠু, সাইদুর ইমনের কাজ। এরইমধ্যে বরিশালে নিজ জেলায় সাদিয়া আয়মান সুব্রত সঞ্জীবের ‘রূপগন্ধ’ টেলিফিল্মের কাজ শেষ করেছেন। গেলো ঈদে তার আলোচিত কাজের মধ্যে
অন্যতম হচ্ছে এল আর সোহেলের ‘দই ফুচকা’ ,‘ডুব সাঁতার টু’, ‘বাবুই পাখির বাসা’,‘ নো ইউর পার্টনার’, ‘কষ্টের নাম মায়া’,‘ জল তরঙ্গ’।