মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে দীর্ঘ অভিযান চালিয়ে, চাটখিল, চাঁদপুর জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ থেকে মোটর সাইকেল সহ ৩ চোরকে গ্রেফতার করা হয়েছ। এ সময় গ্রেফতারকৃত মোটরসাইকেল চোরদের হেফাজত হতে ঐ-চঙডঊজ মডেলের রেজিস্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। শনিবার (৬ মে) সন্ধ্যায় চাটখিল থানায় গ্রেফতারকৃত আসামী মানিক হোসেন (জুয়েল), পিতা- শফিকুল ইসলাম সাং- ভাউরখাড়া, মোঃ ফজলে রাব্বি, পিতা-অজি উল্যাহ, সাং-জাফর নগর, উভয় থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর, আল মামুন, পিতা- জসিম উদ্দিন, সাং- মানিকপুর, থানা-চাটখিল, জেলা-নোয়াখালীদের কাছথেকে উদ্ধারকৃত মোটরসাইকেল চাটখিল থানায় সোপর্দ করেন এসআই কামরুজ্জামান। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, গত ৪ মে দিবাগত রাত খিলপাড়া ইউনিয়নের মজ্জাতপাড়া মোল্লা বাড়ীর বাসিন্দা মোঃ আবদুল বাতেনের ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়ে যায়।
ওসি গিয়াস উদ্দিন বলেছেন, আবদুল বাতেন চাটখিল থানায় একটি অভিযোগ করলে, আমি এর তদন্তের দায়িত্ব প্রদান করি খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কামরুজ্জামানের উপর। তদন্তকালে এসআই কামরুজ্জামান মোটরসাইকেল চুরির সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে। চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এই ব্যাপারে চাটখিল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে, তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না