মতলব প্রতিনিধি:
সরকার কর্তৃক অনুমোদিত হজ্ব এজেন্সি ‘মুফতী হজ্ব গ্রুপ’ এর হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শনিবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মশালায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রায় ৩৩৯ জন হজ্ব যাত্রী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা দেন, আলহাজ্ব হযরত মাওলানা মো.খোরশেদ আলম সিরাজী, মুফতী মাওলানা ফেরদাউস আহমেদ, মুফতী মো. এমদাদ হোসেন, মাওলানা মো. মুহসিন, রাজনৈতিক নেতা মোঃ কাইয়ুম খান প্রমুখ। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মুফতী নূর মোহাম্মদ কাশেমী।
বক্তারা বলেন, হজ্ব আল্লাহর প্রদত্ত একটা ফরজ আমল। যাদের উপর আল্লাহর তৌফিক আছে তাদের হজ্ব পালন করা ফরজ। তাই যাদের তৌফিক আছে তারা হজ্ব পালন করবেন। হজ্ব পালনের মাধ্যমে আল্লাহর দিদার ও তার রাসূল হজরত মুহাম্মদ স.এর পথ পাওয়া যায়। বক্তারা উপস্থিত সকল হজ্ব যাত্রীদের হজ্বেও প্রশিক্ষণ দেন এবং বিভিন্ন বিষয়ে মৌখিক পরামর্শ প্রদান করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না