০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
রূপগঞ্জে রি-রোলিং মিলে বাট্রি বিস্ফোরণে আরো তিন শ্রমিকের মৃত্যু
রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ৫৮
মোঃ নুর আলম,রূপগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ নিয়ন (২০), ইলিয়াস আলী (৩৫), ও আলঙ্গীর (৩৩) নামের আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা চার জনে দাঁড়াল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নিলয় মারা গেছেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান দগ্ধ ইলিয়াস আলী ও আলঙ্গীর। তাদের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি বলেন ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের এখানে এসেছিলেন। তার মধ্যে নিলয়ের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় এ পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে।