মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া দেওয়ান বাড়িতে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজন একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় হত্যার শিকার ঐ বাড়ির মুনসুর আহমেদ এর ছেলে আবুল বাশার (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার দুপুরে আবুল বাশারের জেঠাতো ভাই ফয়েজ আহমেদ এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফয়েজ আহমেদ এর ছেলে রেদওয়ান হোসেন রাফি (১৮) সহ তাদের সহযোগিরা আবুল বাশার কে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে প্রতিপক্ষরা মধ্যযুগীয় কায়দায় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা আবুল বাশারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পুলিশ বুধবার সন্ধ্যা পর্যন্ত চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে,ঐ বাড়ির শামছুল হকের ছেলে ফয়েজ আহমেদ (৫৮), ফয়েজ আহমেদের ছেলে রেদওয়ান হোসেন রাফি (১৮), এবং আনোয়ার হোসেনের ছেলে ইয়াকুব (২৩)।
থানার সেকেন্ড অফিসার আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে থানায় হত্যা মামলা রুজুর আইনি প্রক্রিয়া চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না