আঃ আলিম, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনগাঁও সরকার পাড়া গ্রামে ভুট্রা ভাঙ্গাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয় এতে ঘটনার স্থলে ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ৩ এপ্রিল আনুমানিক দুপুর ১টার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আহত ব্যাক্তিরা হলেন প্রথম পক্ষের ফয়জুর রহমান,পিতা মৃত আব্দুর রহমান সিয়াউর রহমান, পিতা ফয়জুর রহমান, মাজেদুর রহমান, সালেহা পারভীন, স্বামী ফয়জুর রহমান। দ্বিতীয় গ্রুপের আহত ব্যাক্তিরা হলেন, মোঃসাইদুর রহমান, পিতা মৃত,গফফার আলী , রব্বানী পিতা,গফফার আলী, সরিফ পিতা মৃত গফফার আলী উভয় আহত ব্যাক্তিদের রানীশংকেল, এবং দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে হরিপুর থানায় এখনো কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি অব্যহত আছে বলে জানা গেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না