বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট প্রেসক্লাব র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে। বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি ইসরাত জাহান, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক মো. ইয়ামিন আলী, এস এম শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, শেখ আজমল হেসেন, আল আমিন খান সুমন, সোহেল রানা বাবু, জামাল হোসেন বাপ্পা প্রমুখ। সভায় বক্তারা, দেশে মুক্ত সাংবাদিকতার জন্য অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না