মাহমুদ হাসান রনি,দামুড়হুদা:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে মাটি বোঝায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমা খাতুন নামে এক এনজিও কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপরজন।
স্থানীয়রা জানান, বুধবার, ৩মে দুপুর ১ টার দিকে আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের দু' ক্রেডিট কর্মকর্তা নাজমা ও অনাদি চরণ অফিসের কাজে মোটরসাইকেল যোগে উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে যাচ্ছিল। তারা সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে তাদেরকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী নাজমা খাতুন(৩৫) ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এবং চালক অনাদি চরণ(৩৬) গুরুতর আহত হন।পরে এলাকাবাসি অনাদি চরনকে উদ্দার করে জীবননগর উপজেলা স্বাস্থ্যক্লিনিকে নিয়ে যেয়ে ভর্তি করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না