বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ এক ব্যাক্তিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার (২মে) পৌর শহরের শ্রম কল্যাণ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত ব্যাক্তি মোরেলগঞ্জ উপজেলার আমরবুনিয়ার বান্ধার বাজার এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে আলী হোসেন হাওলাদার (২০)। এছাড়া একজন পলাতক রয়েছে বলে জানায় মোংলা থানা পুলিশ। পলাতক লিটন (৪৫) পৌর শহরের ছাড়াবাড়ী এলাকার বাসিন্দা।
মোংলা থানা পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে মোংলা থানার এস আই মামুন শেখের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় পৌর শহরের ৫নং ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকা থেকে আসামী আলী হোসেন হাওলাদার কে আটক করা হয় এবং লিটন কৌশলে পালিয়ে যায়। এসময় আলী হোসেনের কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আটককৃত আলী হোসেন ও পলাতক লিটনের বিরুদ্ধে মোংলা থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান থানার এ কর্মকর্তা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না