সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও পৌরসভার সাবেক কমিশনার হাজী নাছিম পাশাকে থানায় মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানি করছেন ইছাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। রবিবার সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, হাজী নাছিম পাশা ইছাপাড়া মৌজায় ১৭.৫০ শতাংশ জমি ক্রয় করেন সৈয়দ আবু মোঃ তাহসিন খন্দকারের কাছ থেকে, যার এস এ যথাক্রমে ৪০ ও ৪১ আর এস ১৯৪ খতিয়ান ৮৪৫ জোত ৮৪৪।বতর্মানে এই জমি নাছিম পাশার নামে নামজারী করা আছে। জমির পূর্ব মালিক সৈয়দ আবু মোঃ তাহসিন খন্দকার বলেন, এই জমির মালিক আমি ছিলাম, আমি কমিশনার নাছিম পাশার নিকট জমি বিক্রি করি, এখন এই জমি নাছিম পাশা ভোগদখল করে খাচ্ছেন। ইছাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ক্ষমতার অপব্যবহার করে নাছিম পাশার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন যে এই জমি সে মালিক এবং তার জমি জোরপূর্বক দখলে নিয়ে তার গাছপালা কাটা হয়েছে। এইটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ।ইছাপাড়া এলাকায় ঘুরে বিভিন্ন জনের সঙ্গে এই বিষয়ে আলাপালোচনা করে জানা যায় এইখানে আনোয়ার হোসেনের কোনো জমি নেই। সে শুধু শুধু কমিশনার নাছিম পাশাকে হয়রানি করছেন।
সাবেক কমিশনার নাছিম পাশা বলেন, আমি এই জমি ক্রয় করে বতর্মানে ভোগদখল করে আসছি, এবং এই জমিতে আমিই কাঠগাছ লাগিয়ে ছিলাম গত ছয়মাস আগে আমার প্রয়োজনে আমি একটি গাছ কেটে ছিলাম আর গতকাল কিছু ডালপালা ছাটাই করি। কিন্তু আনোয়ার হোসেন আমার বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দেয় যে আমি তার জমি জোরপূর্বক দখলে নিয়ে গাছপালা কেটেছি। এবং তার কাছ থেকে নাকি ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছি। আমি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চাই। আমি আমার নিজস্ব ক্রয়কৃত জমি যদি ভোগদখল করতে না পারি তাহলে আমি কোথায় যাবো। এবং সোনারগাঁও থানা প্রশাসনে কাছে আমার দাবি সঠিক তদন্তের মাধ্যমে আমাকে এই হয়রানি থেকে মুক্তি দিবেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না