বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১
- আপডেট সময় : ০৯:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ৫০
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার গোডাউন মোড় এলাকায় টুংগীপাড়া পরিবহনের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার,২মে বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার গোডাউন মোড় নামক স্থানে ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেস এর ধাক্কায় বাইসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি।
ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামসুদ্দিন বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করি। এবং হাইওয়ে পুলিশকে খবর টি জানাই।
মোল্লারহাট হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মেহেদি হাসান জানান,হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করছে, স্থানীয় ব্যক্তিরা বলছেন বেপরোয়া গতির টুংগীপাড়া পরিবহন বাই-সাইকেলে থাকা ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু.আলীমুজ্জামান বলেন, নিহত ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি তবে মরা দেহটির নাম পরিচয় জানতে পারলে তার পরিবার কাছে হস্তান্তর করা হবে।