ফাতেমা আক্তার মাহমুদা ইভা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় রামারবাগ থেকে ৮ শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ রানা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মাসুদ রানা নেত্রোকোনা জেলার সদর থানার দক্ষিন বিসুরার আদপুরের মৃত বজলু মিস্ত্রির পুত্র।
মঙ্গলবার (২মে) সকালে ফতুল্লা মডেল থানার রামারবাগ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম রোডস্থ ভাই ভাই হোটেলের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান, উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার রামারবাগ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম রোডস্থ ভাই ভাই হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ওই ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. মাসুদ রানা কে গ্রেপ্তার করে। এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না