ফাতেমা আক্তার মাহমুদা ইভা,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর উইনিয়নের দেলপাড়ায় এলাকায় নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থার আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১মে সোমবার, দুপুরে এই ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
আমরা সকলে বর্তমানে যে যার জীবনে অত্যন্ত ব্যস্ত অন্য কারো জন্য তো দূর কখনো কখনো আমরা নিজেদের জন্য সময় বের করে উঠতে পারি না। কিন্তু শুধুমাত্র প্রতিদিনের ব্যস্ততা জীবনকে ঘিরে থাকলে মানুষের জীবন নিরশ হয়ে উঠরে পারে আর এটি নিরশ জীবনের গতিময়তা থাকলেও প্রাণ বনতা থাকে না। সে প্রাণহীন জীবনে রোজকার ঈঁদুর দৌড়ে মানুষ নিজেকে অন্ধকারে অতলে হারিয়ে ফেলে। সেই কারণে মাঝে মাঝে এই চূড়ান্ত ব্যস্ততা থেকে মহুর্তের বিরতি নিয়ে প্রয়োজন নিজেকে সময় দেওয়া বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সকলের সাথে সময় কাটানো। এর দ্বারা মানুষের মন যেমন শুল্কতার হাত থেকে রক্ষা পায়,তেমনি সামাজে স্বভাবিক সমাজিক বন্ধন বজায় থাকে।
উক্ত অনুষ্ঠানের নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংগঠনের আয়োজনে মহিলা সাংবাদিকগণ মিলিত হন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাংবাদিক সুমী আক্তার, শিউলী আক্তার, মনি ইসলাম, নিশা, ফাতেমা আক্তার মাহমুদা ইভা, আলো, লিজা, আলিয়া, রুমা প্রমুখ।
সুমী বলেন, যারা আজকের অনুষ্ঠানের উপস্থিত হয়েছিলো সকল সাংবাদিক কাছে আমি কৃতজ্ঞ এবং আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আসার জন্য। এই আয়োজনের প্রেক্ষিতে মনি ও সুমি ধন্যবাদ এমন একটি সুন্দর মূহুর্ত উপহার দেওয়ার জন্য।
ফাতেমা আক্তার মাহমুদা (ইভা) বলেন যে, উক্ত অনুষ্ঠানের আয়োজন প্রশংসা করে মনিকে ধন্যবাদ জানান,এইরকম আয়োজন করার জন্য এবং ভবিষ্যতে যেন আরো সুন্দর অনুষ্ঠান আয়োজনে উপহার দিতে পারে সম্মলিত ভাবে। আরো বলেন যে, উক্ত অনুষ্ঠানে যাহা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান ও যাহা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তাদের পরবর্তীতে আসার জন্য আহবান জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না