রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' প্রতিপাদ্যে নেত্রকোনায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
আজ (১ মে) সোমবার মহান মে দিবস উপলক্ষে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালী বের হয়।
র্যালী শেষে নেত্রকোনা পৌর শহরের পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,নসহকারী কমিশনার ভূমি আকলিমা আক্তারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না