চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত
- আপডেট সময় : ০৭:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ৫৭
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা:
বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন ১লা মে। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে স্বরণে নিয়ে বিশ্বব্যাপি একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় মে দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে সকল সরকারি, আধা-সরকারি, মালিক-শ্রমিকদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি সাহিত্য মঞ্চে এসে ্র্যালী শেষ হয়।পরে ডিসি সাহিত্য মঞ্চে সকলের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলাপ্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহ্ফুজুর রহমান মনজু, চেয়ারম্যান, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা, আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা,মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স এবং সকল সরকারি, বেসরকারি, এনজিও, বিভিন্ন পেশাজীবি সংগঠন, স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।