সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ র্যালি করেছেন। সোমবার (১ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুলস্থ এমএস টাওয়ার থেকে র্যালি করে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে জড়ো হন তারা।
উক্ত র্যালিতে শ্রমিক নেতারা খন্ড খন্ড বক্তব্য রাখেন। র্যালিতে উপস্থিত হয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছে। আমাদের দেশেকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করেছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ নানান উন্নয়ন কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমরা বাংলাদেশকে তুলনা করতে পারি। যারা শ্রমিক তারা আট ঘন্টা কর্ম ব্যস্ত আর আট ঘন্টা বিশ্রামে থাকতে পারে।
তিনি আরও বলেন, মালিকপক্ষ কখনো শ্রমিকদের বন্ধু হন না। তারা সবসময়ই চায় শ্রমিকদের শোষণ করতে। শ্রমিকরা নির্যাতিত হয় তার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত শোষক আর শুষিত। আমি শুষিতদের পক্ষে। তাই আমরা বঙ্গবন্ধুর অনুসারী আমরাও শুষিতদের পক্ষে কাজ করে যাবো। যারা শ্রমিক লীগ করে তারা শ্রমিক লীগের আদর্শে উজ্জীবিত হয়ে শ্রমিকদের সংগঠিত করে যাবে।
মতিন মাষ্টার বলেন, ১৯৮৯ সালে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিক লীগ প্রতিষ্ঠিত করেছিলাম। তখন এখানে কেউ শ্রকিক লীগ করতেন না। আমি তখন ডেমরা শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলাম। তারপর আমি ডেমরা থেকে আলাদা করে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাই। তখন আমি সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলাম। আমরা ভাবি এখন পর্যন্ত শ্রমিকদের আশ্রয়স্থান হিসেবে শ্রমিকরা শ্রমিক লীগ নেতাকর্মীকে পান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না