ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের তারাকান্দায় এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। রোববার বেলা সাড়ে ১০ টায় তারাকান্দা উপজেলার তালদিঘি বহুমূখি উচ্চ বিদ্যালয়, তারাকান্দা বহুমূখি উচ্চ বিদ্যালয় ও বাট্টাভাট পারা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় অফিসার ইন চার্জ, তারাকান্দা থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। ইউএন ও বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা শোনা যায়নি। বিভিন্ন সমস্যা কাটিয়ে ধীরে ধীরে শিক্ষার স্বাভাবিক পরিবেশে আমরা ফিরতে সক্ষম হচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইউএনও বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হওয়ার জন্য আমরা সবধরনের ব্যবস্থা নিয়েছি। সার্বক্ষণিক এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী মনিটরিং করবে। সুতরাং কোনোভাবে প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নেই। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না