মাহমুদ হাসান রনি:
দামুড়হুদার কার্পাসডাঙ্গার বয়রার মাঠে বজ্রপাতে পুড়ে যাওয়া কৃষকদেন মাঝে আর্থিক সহায়তা প্রদান। গতকাল শুক্রবার দামুড়হুদা নির্বাহী অফিসার রোকসানা মিতা বজ্রপাতে পুড়ে যাওয়া ফসলের মালিকদের সহায়তা প্রদান করেন।এসময় তার কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ করিম উপস্থিত ছিলেন।
গত ২৬ এপ্রিল সন্ধায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাংগা-বয়রা মাঠে বজ্রপাতে কৃষক মোঃ ফারুকের ১ বিঘা ও মো: আক্তারুলের ১৬ কাঠা জমিতে কেটে রাখা স্তুপকৃত ধান বজ্রপাতে পুড়ে ছাই হয়ে যায় । ফলে তারা হয়ে পড়ে দিশেহারা। খবর পেয়ে পরদিনই উপজেলা নির্বাহী অফিসার সানজিদা মিতা ঘটনাস্থল পরিদর্শন করেন। কৃষকদের পাশে দাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না