মতলব (উত্তর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমি এসএসসি পরীক্ষা কেন্দ্রে অবাধ, সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে শিক্ষকদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আবদুল আজিজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক, ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফারুকুল আলম, পাঠান বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. আলাউদ্দিন, রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. হুমায়ুন কবীর।
বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আবদুল আজিজ আসন্ন এসএসসি পরীক্ষা নকল মুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃৃঙ্খলা বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষকদের শিক্ষক সুলভ মনোভাব নিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করার বিশেষ ভাবে অনুরোধ জানান। সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আবদুল আজিজ আরো বলেন, এ কেন্দ্রে ৭টি বিদ্যালয়ের ৭১৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না