রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
দীর্ঘ ২০ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলাধীন বারহাট্টা উপজেলা শাখায় তরিকুল ইসলামকে আহ্বায়ক এবং সাজরুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী স্বাক্ষরিত পত্রে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার আওতাধীন বারহাট্টা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক ও সাতজনকে সদস্য করা হয়।
কমিটির যুগ্ম আহবায়করা হলেন, মোঃ আওলাদ হোসেন খান, নাঈম খান, এনামুল হক ঝিনুক, আল আমিন, ইউসুফ আলী, মোঃ নাজমুল হুদা, মোঃ আতাবুর রহমান জনি, জাকিরুল ইসলাম জাকির, সাইমুন আরেফিন অঙ্কন, শামীম খান, আকাশ মাহমুদ ও হাফিজুর রহমান বায়েজিদ।
সাতজন সদস্য হলেন, বেলাল হোসেন বিল্লাল, ফাহাদ তালুকদার, শাহীনুর রহমান শাহীন, সাগর মিয়া, সম্রাট তালুকদার, খালিদ হাসান ইমন ও বিভাষ আলম খান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানান, দীর্ঘ ২০ বছর বারহাট্টা উপজেলা শাখা ছাত্রদলের কমিটি ছিল না। নবাগত এ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিঃশর্ত মুক্তির লক্ষ্যে ডাকা সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম বেগবান করবে। বারহাট্টা উপজেলা শাখাসহ প্রত্যেকটি ইউনিটকে সুসংগঠিত করবে।
তিনি আরও বলেন, এছাড়াও তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে বারহাট্টা উপজেলার আওতাধীন সব ইউনিট কমিটি গঠন করার।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আশা করেন, নব গঠিত উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে তাদের আওতাধীন সকল ইউনিট কমিটি গঠন করে সফল সম্মেলন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্ধারণ করে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো বেশী সু-সংগঠিত করতে সক্ষম হবেন।
এদিকে বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ জানান, নবগঠিত আহ্বায়ক কমিটির বিষয়ে তিনি কিছুই জানেন না।
বিগত ২০০৩ সালে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বারহাট্টা উপজেলা শাখার সভাপতি ছিলেন এমএ আওয়াল, সাধারণ সম্পাদক ছিলেন ফারুক আহমেদ।
অপরদিকে নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বারহাট্টা বাজারে বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীরা মিছিল করে এবং তর্কে জড়িয়ে পরে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না