মাহমুদ হাসান রনি:
দামুড়হুদার দামুড়হুদা মডেল থানার ৩নং কার্পাসডাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং সভা আনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৮ এপ্রিল বেলা সাড়ে ১০টায় কার্পাসডাঙ্গা পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান আ.করিমের সভাপতিত্বে সমাবেশে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী কাজের উপর আলোচনা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া সুলতানা বলেন ,গুজব একটি ভয়ানক অপরাধ। গুজবের কারনে বড় ধরনের ক্ষতি হতে পারে,তাই সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।তিনি আরও বলেন বাড়ির ছোট ছোট ছেলেদের দিকে নজর দিতে হবে। তারা কি করছে কোথায় যাচ্ছে। কারণ তারা অল্প বয়সে না বুঝে অপরাধের দিকে ঝুকে যেতে পারে।
এসময় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ শফিউল আলম, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ইমরান হোসেনসহ কার্পাসডাঙ্গা ইউনিয়নের সকল ইউপি সদস্যগ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না