গজারিয়া বিএনপির বিক্ষোভ-মিছিল
- আপডেট সময় : ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ৭২
মুন্সীগঞ্জ (গজারিয়া) সংবাদদাতা
বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন এর নিঃশ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। শনিবার (১২ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা আনারপুরা বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল করা হয়।
উলেখ্য, মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলা ও শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা পৃথক দুই মামলায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ দলটির ৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে আসামিরা মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক আমজাদ হোসেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতা-কর্মী হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় বিক্ষোভ করে জেলা বিএনপি। সেখানে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে শহিদুল ইসলাম ওরফে শাওন নামের এক যুবদল কর্মী মারা যান।
ঘটনার পরের দিন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়। মামলা দুটিতে ১ হাজার ৩৬৫ জনকে আসামি করা হয়। একটি মামলার বাদী মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইনউদ্দিন। সরকারি অস্ত্র-গুলি লুট ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে করা এই মামলায় আসামির তালিকায় ৩১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭০০ থেকে ৮০০ জনকে। মামলাটির প্রধান আসামি জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতন।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা রফিকুল ইসলাম মাসুম, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু চেয়ারম্যান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদ ফারুক, গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নাজির সিকদার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান প্রমূখ।