নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গণপরিবহনে চাঁদাবাজি কালে আব্দুল্লাহ (১৮) নামে আরো একজন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) টিআই মো.ইব্রাহিম। সময় তার কাছ থেকে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির নগদ ৫৩০ টাকা ও চাঁদা উঠানোর রশীদ উদ্ধার করা হয়।
এর আগে গত ২৫ এপ্রিল একই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড়ে থেকে গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজকে গ্রেফতার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সাত গ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার মোহাম্মদ আমান মিয়ার ছেলে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) টিআই মো. ইব্রাহিম জানান, চাঁদাবাজিকালে হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়েছে। হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়ছে, সড়ক মহাসড়কে কোন কাউকে বিশৃঙ্খলা, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না