নাজিম উদ্দিন রানা:
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গুলি হত্যা করা হয়েছে। এসময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হোসেনকে ও গুলিকরে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় রাকিবকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।
সোমবার (২৫ এপ্রিল) রাত পৌণে ১০ টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা নোমানের মৃতদের সদর হাসপাতালে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবের অবস্থা গুরুতর। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হলে পথে রাকিব মারা যান। রাত ১০ টার ৫৫ মিনিটের দিকে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।
এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ী করেছে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমানের বড়ভাই মাহফুজুর রহমান।
লক্ষ্মীপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের বলেন, দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনে আমি সদর হাসপাতালে এসেছি ঘটনাস্থলে র্যাব সহ আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাবো। শীঘ্রই আমরা তদন্ত করে সন্ত্রাসীদের সনাক্ত করে আইনের আওতায় আনবো।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না