মোজাম্মেল হক লিটন:
ঢাকা-রামগঞ্জ রুটে পরিচালাতি হিমালয় পরিবহন নির্ধারিত ভাড়া ৫০০টাকা। কিন্তু এই পরিবহনের বিভিন্ন কাউন্টারে নির্ধারিত ভাড়া ৫শ টাকার পরিবর্তে ৬৫০টাকা যাত্রী প্রতি আদায় করছে।
শুক্রবার,২১ এপ্রিল দুপুরে চাটখিল উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায় যাত্রীদের থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালন করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন হিমালয় পরিবহনের চাটখিল কাউন্টার নির্ধারতি ভাড়ার পরিবর্তে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় আদালত চাটখিল কাউন্টারের ১০হাজার টাকা জরিমানা করে। এসময় ভ্রাম্যমান আদালত উপস্থিত যাত্রীদের অতিরিক্ত ভাড়া না দেওয়ার অনুরোধ করে। চাটখিল উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায় জানান, যাত্রীদের অভিযোগের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮০ ধারায় সর্বোচ্চ অর্থদন্ডের বিধান মোতাবেক কাউন্টারটির ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় তিনি আরো বলেন, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেই সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তাই তিনি কোন কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করলে জনসাধারন কে তার সরকারি মোবাইল নাম্বার (+৮৮০১৭৭১-০৭৬৭৭৮) জানানোর জন্য অনুরোধ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না