নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ৫৮
ফাতেমা আক্তার মাহমুদা ইভা:
নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৯ এপ্রিল চাষাড়াস্থ চাঁদের পাহাড় রেস্টুরেন্ট এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোসা.মরিয়ম, ফাতেমা আক্তার মহমুদা ইভা, ফারিয়া, দোলা, আইরিন, রাব্বি,রাশেদ, ইরানি, মাবিয়া, আখি, সোনিয়া, নিবেদিতা, পুজা, ঝর্না, শাহিন, মুহিন,কবিতা , ইমন ,স্বর্ণা, তুহিন,রাশেদ,মো. নূর হোসেন প্রমূখ।
এ সময় শিক্ষার্থীরা বলেন,আমাদের ইসলাম ধর্মের মূল পাঁচটি ভিত্তির মধ্যে তৃতীয় ভিত্তি সাওম মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং হযরত মুহাম্মদ (সাঃ) সাওম মাসের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। যে ব্যক্তি রমজান পেল এবং রমজানের রোজা পেলো কিন্তু নিজেকে গুনাহ মুক্ত করতে পারল না তার মতো অভাগা আর কেউ নাই। আর যে ব্যক্তি পবিত্র রমজান পেল এবং তার হদসমূহ সঠিকভাবে পালন করল।সে এমন পাপমুক্ত হল যেন সে সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হল। (সুবাহানাল্লাহ) রোজা ও রমজান দুনিয়াতে বান্দার জন্য আল্লাহর এক মহাঅনুগ্রহ। যারা রমজানের হক আদায় করতে পারবে তারাই সফলকাম হবে। আর রোজা হলো মানুষের পুরোপুরি আত্মিক ইবাদত, যা দেখানোর কোনো বিষয় নয়। এজন্য রোজার প্রতিদান দেয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন রোজ আমার জন্য রাখা হয়, আমিই এর প্রতিদান দেব। তাই পবিত্র মাসজুড়ে রোজা পালন এবং ইবাদাত বন্দেগির ফজিলত অত্যধিক।