সুজন মাহমুদ, যশোর:
যশোরের ঝিকরগাছায় পানিসারা ইউনিয়নের পানিসারা (মীরপাড়া) গ্রামের মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে বৃহস্পতিবার,২০ এপ্রিল আমেরিকান প্রবাসীদের অর্থায়নে ৬টি হুইল চেয়ার ও ১০টি হ্যান্ড ক্রাচ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।
পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মীর বাবরজান বরুণের সভাপতিত্বে এবং মীর লুৎফর রহমান এতিমখানার সভাপতি মীর ফারুখ আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, সেবা সংগঠন এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, মীর লুৎফুর রহমান এতিমখানার উপদেষ্টা মীর রফিকুল আলম, মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের পরিচালক মাসুদা আক্তার, পানিসারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য
আব্দুল আলিম, মনিরুল ইসলাম, হাস্নাহেনা, জবেদা খাতুন, তরুণা বেগম, স্বপ্নছোয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক সায়েদ আলী, প্রতিষ্ঠাতা পরিচালক রোভার রাজিব, তানজিম, খালিদ, সুজন মাহমুদ, সাব্বির হোসেন সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন লুৎফুন্নাহার লতা (১৮), মিজানুর রহমান (৩৫), চান্দ আলী মিস্ত্রি (৬৮), ফিরোজা বেগম (৩৭), আনোয়ারা খাতুন (৪৫) এবং আবুল খায়ের (৫৭) এর মাঝে হুইলচেয়ার এবং আরও দশ জন ব্যক্তির মাঝে হ্যান্ড ক্রাচ প্রদান করা হয়।
প্রধান অতিথি মীর আলী রেজা ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমুখী কাজ অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না