সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রক্তিম ব্লাড ডোনারস নামের এক সামাজিক সংগঠন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র আবাসিক এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সদস্য মুকতাদির হোসাইন হৃদয় জানান, সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় উক্ত মানবিক কাজটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। সমাজের বৃত্তবানদের তাদের গরীব প্রতিবেশীদের সহযোগিতায় এগিয়ে আসলে আর কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে মানুষের অভাব অনটন অনেকটা দূর হবে৷ এছাড়াও মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুটি ঈদ। সমাজে নিম্ন আয়ের অনেক মানুষ আছেন যারা এই ঈদ দুটিতে ঠিক মতো না পারেন নতুন পোশাক কিনতে না পারেন ভালো কিছু খেতে। সুতরাং বৃত্তবানরা চাইলেই এই সমস্যাগুলো দূর করা সম্ভব বলে তিনি জানান।
এসময় সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্য মুকতাদির হোসাইন হৃদয়, সাইফুল রুবেল, সাজিদ হোসাইন, মাহফুজুর রহমান রবিউল ইসলাম, নাজমুস সাকিব মারুফ, শাওন, মাহমুদুল হাসান উদয়সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটি রক্তদান কর্মসূচি, পরিস্কার-পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না