মাহমুদ হাসান রনি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর ৬ দিন ও ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ৮ দিন ছুটি ঘোষনা করা হয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন, ব্যাংক বন্ধ ও রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দর্শনা বন্দর ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ছুটি ঘোষনা করায় ভারত থেকে রেলপথে কোন মালামাল আমদানি করা হবেনা। ফলে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। একই সময় দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষনা ও বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে রেলকতৃপক্ষ। ছুটি শেষে বন্দরের স্বাভাবিক কার্যক্রম,মালবাহী ট্রেনে মালামাল আমদানি ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেলপথে পুর্বের যথা নিয়মে চলাচল করবে বলে তিনি সাংবাদিকদের জানান। এ দিকে দর্শনা ইমিগ্রেশন ওসি মো নাইম হাসান জানান পবিত্র ঈদুল ফিতরের জন্য দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না