বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে বি-১ পোস্ট এলাকা থেকে ১৬ লক্ষ ৫০ হাজার টাকার কপার ক্যাবলসহ মোঃ রবিউল ইসলাম শেখ (৩৫) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা।
আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক রবিউল ইসলাম শেখ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের ছয়রাবাদ গ্রামের বদরুজ্জামান শেখের ছেলে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে বি-১ পোস্ট এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ হাজার কেজি কপার ক্যাবল উদ্ধার করে আনসার ব্যাটালিয়নের সদস্যরা ।
আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে বিপুল তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আমার নির্দেশনায় কোম্পানী কমান্ডার রাজিব হোসাইন এর নেতৃত্বে চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের পশুর নদীর পাড়ে অবস্থান নিয়ে বি-১ পোস্টে পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের তাড়া করলে ১" চওড়া কালো কভার যুক্ত ১২ পিচের আনুমানিক ১১ হাজার কেজী তামার তারসহ রবিউলকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য গত মে ২০২২ থেকে আজ পর্যন্ত ৫৭টির অধিক অভিযানে প্রায় ৬৭,৬৮,৩০০/- (সাতষট্টি লক্ষ আটষট্টি হাজার তিনশত) টাকার চোরাই মালামাল ও ৪৮ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ৩ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না