মোজাম্মেল হক লিটন:
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল সাব স্টেশন-১ ও ৩ চাহিদার ৪০শতাংশ বিদ্যুৎ পাচ্ছে না। ফলে দুই স্টেশনের ১০টি ফিভারের মধ্যে ইচ্ছাকৃত ৪টি ফিভার বন্ধ রাখতে হয়। এতে করে প্রতিটি ফিভার গড়ে ৬/৭ ঘন্টা বন্ধ থাকে। অব্যাহত গরম আর দীর্ঘ লোডশেডিং এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রমজান মাসে তুলনামূলক বিদ্যুৎ বেশি ব্যবহার করার প্রয়োজন হলেও এলাকার মানুষ প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না। ফলে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতে যেমন ব্যাঘাত ঘটছে তেমন এসএসসি পরিক্ষার্থী ও ব্যবসায়ীদের ব্যবসার চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, ৫৮বছরের রেকর্ড ভাঙ্গলো তাপমাত্রা। সারাদেশে ন্যায় চাটখিলেও দিনে ৩৮/৩৫ ডিগ্রি এবং রাতে ৩০/২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হচ্ছে। রমজানে অন্তত চাহিদার পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চাটখিল পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) খালিদ হাসান জানান, চাটখিল সাব-স্টেশন -১ ও ৩ এর ৬২হাজার গ্রাহক রয়েছে। ১০টি বিভারের মধ্যমে এই গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। দিনে ১৩/১২.৫ মেগাওয়াট বিদ্যুৎতের চাহিদা থাকলেও তিনি ৮.৫-৯ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে থাকেন। তিনি বিদ্যুৎতের চাহিদার গড়ে ৪০শতাংশ কম বিদ্যুৎ পেয়ে থাকেন বলে লোডশেডিং চরম আকার ধারণ করছে বলে জানান। এজন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, চাহিদার প্রর্যাপ্ত বিদ্যুৎ তিনি পেলেই গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারবেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না