সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. নুর উদ্দিন মিয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুই হাজার গরীব-দু:খী, অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকার কয়েকটি স্পটে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন আলেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল কাইয়ুম, ৪ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ মিয়া, ওমর ফারুক, সালাউদ্দিন, সিরাজুল ইসলাম, কাউন্সিলর পুত্র রাসিম, ভাতিজা আহাদ ও ওমর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এ সময় কাউন্সিলর নুর উদ্দিন মিয়া বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমার এই উদ্যোগ। তাই সকলকে বলবো সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ একসাথে পড়বো। ৪নং ওয়ার্ড বাসীর সবাইকে জানাই ঈদ মোবারক।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না