রামগঞ্জ প্রতিনিধি:
গত ৮ এপ্রিল রামগঞ্জ সাতারপাড়া চৌরাস্তায় (এরশাদ হোসেন) বিএনপি আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ, হামলা পাল্টা হামলার ঘটনায় রামগঞ্জ থানায় বিএনপির ১৯ নেতাকর্মীসহ ৩শ অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন লাভ করে।
মঙ্গলবার, ১৮ এপ্রিল সকালে বাংলাদেশ হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
এছাড়া এ মামলার অন্যতম বিবাদী স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহমান ও সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর ফারজানা মজুমদার জনি একই মামলায় গ্রেফতার হয়ে জেলা কারাগারে রয়েছেন। কেন্দ্রীয় বিএনপি নেতা ও খালেদা জিয়ার উপদেষ্টা ড. মামুন আহম্মেদ ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইমাম হোসেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকলের প্রতি আহবান জানান। এসময় সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এ দুই নেতা বলেন, সামনের দিকে আন্দোলন আরো গতিশীল করতে আপনাদের সহযোগিতার বিকল্প নেই।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না