মমিনুল ইসলাম:
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার পক্ষ থেকে মতলব উত্তরের দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ১৮ এপ্রিল বিকেলে পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশ মতলব উত্তর থানা পুলিশের উদ্যেগে থানার সার্ভিস ডেলিভারী সেন্টারে অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিন দুঃস্থদের মাঝে ঈদ এসব উপহার সামগ্রী বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল, মিজানুর রহমান, আবু হানিফ, এএসআই ইলিয়াস প্রমুখ।
এসময় উপজেলার স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিরধি, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন,আমাদের চাঁদপুরের মাননীয় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার স্যারের উদ্যোগে ও নির্দেশে সারা চাঁদপুর জেলায় একই সময়ে প্রত্যকেটি থানায় একযোগে এতিম, দুস্থ ও অসহায় পরিবারদের মাঝে ঈদসামগ্রী বিতরণ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের মতলব উত্তর থানায় বিভিন্ন এলাকার প্রায় শতাধিক এতিম ও দুস্থ পরিবারকে আমরা পুলিশ সুপারের পক্ষ থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
ওসি মোঃ মহিউদ্দিন আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে নিজের আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের খোঁজ-খবর রাখা। বিত্তবান মানুষদের একটু মানবতার পরশ এইসব অসচ্ছল মানুষদের মুখে হাসি ফোটাতে পারে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না