মাহমুদ হাসান রনি:
দর্শনা পৌরসভায় নতুন পৌর মেয়র আতিয়ার রহমান হাবু দায়িত্ব ভার বুঝে নিলেন। মঙ্গলবার, ১৮ এপ্রিল বেলা সাড়ে ১০টার দিকে দর্শনা পৌর কার্যালয়ে মেয়র হিসেবে দর্শনা পৌর এলাকার ইশ্চরচন্দ্রপুর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আতিয়ার রহমান হাবু দায়িত্ব বুঝে নিলেন।
গত বছর ২৭ ডিসেম্বর বড় ভাই মতিয়ার রহমান চিকিৎসারত অবস্থায় ভারতের একটি হাসাপাতালে মৃত্যুবরণ করলে পৌর মেয়র পদ শূন্য হয়।পরে ২৬ মার্চ উপনির্বাচনের দিন ধার্য থাকলে অন্য কোন প্রার্থী না হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। গত রবিবার ১৬ এপ্রিল তারিখে খুলনা কমিশনারের কার্যালয়ে শপথ নেবার পর তিনি মঙ্গলবার এ দায়িত্ব বুঝে নেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না