আরিফ রববানী,ময়মনসিংহ:
স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মাঝে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এলজি)আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন-স্থানীয় পর্যায়ে তৃর্ণমুলে প্রতিটি মানুষের মাঝে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার একমাত্র মাধ্যমে ইউনিয়ন পরিষদ।তাই তিনি স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে
স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত পরিবেশে পৌঁছে দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের প্রতি আহবান জানান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালামা আক্তার কাকনী
সহ উপজেলার ১০টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য, ইউনিয়ন পরিষদ সচিবগণ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না