সিরাজদিখানে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
- আপডেট সময় : ১০:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ৬৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাউজিং ও বালু ব্যবসায়িকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজ আন্ডার পাসের পাশে রাস্তার উপর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী লোকমান শেখ।
গত বৃহস্পতিবার রাত ৯ দিকে সিরাজদিখানে ব্যবসায়ী লোকমান নিজ প্রাইভেট কারে কেয়াইন ইউনিয়নের চেয়ারম্যানের ভাই আরিফের ব্যবসায়ীক অফিসে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, আমি হাউজিং ও বালুর ব্যবসা করি। কেয়াইন ইউনিয়নের চেয়ারম্যানের ভাই আরিফকে ব্যবসার জন্য ১০,০০,০০০/- টাকা দেওয়ার উদ্দেশ্যে আমি আমার বন্ধু কামাল, রুহুল ও মিজান বৃহস্পতিবার রাতে অনুমান ৯ দিকে প্রাইভেট কার যোগে রওনা হই। পথমধ্যে সিরাজদিখান থানার কুচিয়ামোড়া কলেজ আন্ডার পাসের পাশে রাস্তার উপর পৌছাইলে কয়েক জন দুর্বৃত্ত অস্ত্র সস্ত্র নিয়ে গাড়ীর সামনে দাড়ায়। গাড়ী থেকে নিচে নামিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে কাছে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এই বিষয়ে সিরাজদিখান থানায় ব্যবসায়ী লোকমান শেখর বড় ভাই বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার অভিযোগে ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে বিবাদী করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে. এম. মিজানুল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।