সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর উদ্যোগে ডুলুরা বিওপির দায়িত্বপূর্ণ পূর্ব ডুলুরা নামক স্থানে ধোপাযান চলতি নদীর দুই পাড়ের গ্রামবাসীদেরকে প্রেষণা প্রদানের লক্ষে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। শনিবার (১২ নভেম্বর ) সকাল ১০ টায় সীমান্ত বিজিবির উদ্যোগে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সম্প্রতি চোরাকারবারী কর্তৃক বিজিবির সাথে সংঘর্ষ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন, আন্ত: রাষ্ট্রীয় সীমান্ত অপারাধ রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সম্প্রতি চোরাকারবারী ও পাথর শ্রমিক কর্তৃক বিজিবির সাথে সংঘর্ষের অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি), লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসানশাহ, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ক্যাপ্টেন নাজমুল হাসান, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, সুনামগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট মেম্বার সলুকাবাদ ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন, স্থানীয় মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধোপাযান চলতি নদীর দুই পাড়ের গ্রামবাসী এই সভায় ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না