চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
সোনাইমুড়ী উপজেলার দেউটি গ্রামস্থ ডা.মোস্তফা সাহেবের বাড়ি প্রাঙ্গণে শুক্রবার বিকেলে এবং শনিবার সকালে ডা.মোস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে পৃথকভাবে দেউটি ইউনিয়নের সকল গ্রামের গরীব অসহায়দের এবং সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলাদা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, দেউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, কড়িহাটি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনির হোসেন, কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা ইব্রাহিম, মাওলানা আবুল কাশেম, মাওলানা জাহিদুল ইসলাম সহ দেউটি ইউনিয়নের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ৫০০জন গরীব অসহায়দের মাঝে নগদ ৫ লক্ষাধিক টাকা ১৮০জন ইমাম মুয়াজ্জিনের মাঝে নগদ ৩লক্ষ টাকা উপহার হিসেবে বিতরণ করা হয়।
সভায় ফাউন্ডেশনের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, এলাকার অসহায় মানুষ গুলো কে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে সাবলম্বী করার জন্য ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে দেউটি ইউনিয়নে একটি ফ্রি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। যাতে করে এই এলাকার লোকজন যেন আগামীতে আর কারো মুখাপেক্ষী হতে না হয়। সে লক্ষ্যে তারা কার্যক্রম শুরু করেছেন।
তিনি আরও বলেন, ইমামগণ হবে সমাজের নেতা আল্লাহ পাক এই বিষয়ে কোরআনে সুস্পষ্ট ভাবে জানিয়েছেন। তাই ইমামগণদের আমাদের সন্মানিত করতে হবে। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইমামরা ও যেন অবসরে কোন কিছু করতে পারে সেই জন্য তারা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবেন বলে জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না