মাহমুদ হাসান রনি:
খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলা খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ থানার কৃতিত্ব অর্জন করেছে।
শনিবার সকাল ১০টায় খুলনা ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে মার্চের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মার্চ ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গা এবং জানুয়ারি ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে চুয়াডাঙ্গা সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে চুয়াডাঙ্গা সদর থানাকে পুরস্কৃত করা হয়েছে।
এসময় খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি মোঃ মঈনুল হক বিপিএম (বার), পিপিএমর নিকট হতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শ্রেষ্ঠ সার্কেলের ও মাহাব্বুর রহমান কাজল অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন। উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, খুলনা,মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) বৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না