নেত্রকোনায় বিক্রি হওয়া সরকারি চাল আটক
- আপডেট সময় : ০৮:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ৫৮
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা খাদ্য গুদাম থেকে অবৈধভাবে বিক্রয় হওয়া প্রায় সাড়ে ১৭ টন (৩৫৪ বস্তা) সরকারি চাল জব্দ করেছে প্রশাসন
গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১টার দিকে খালিয়াজুরী উপজেলার রসূলপুর ঘাটে চালগুলো জব্দ করা হয়। সররকারি চাল বিক্রির এ ঘটনার সাথে জড়িত লুৎফুর মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।ব্যবসায়ী লুৎফুর মিয়া নেত্রকোনা সদরের চল্লিশা এলাকার ফজর উদ্দিনের ছেলে।
তবে চাল বিক্রির এ ঘটনায় আজ শনিবার (১৫ এপ্রিল) দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে জানা যায়, জেলার খালিয়াজুরী উপজেলা খাদ্য গুদাম থেকে শুক্রবার রাতে ১৭ টন ৫শ ৫৪ কেজি সরকারি চাল গোপনে বের করে উপজেলার রসূলপুর ধনু নদের ঘাটে নেওয়া হয়। বিষয়টির স্থানীয়দের সন্দেহ হলে প্রশাসনকে অবগত করা হয়।
এ ঘটনার খবর পেয়ে খালিয়াজুরীর সহকারী কমিশনার (ভূমি) সামিন সারোয়ার রসূলপুর ঘাটে গিয়ে চালগুলো জব্দ করেন।
এ বিষয়ে তিনি বলেন, সরকারি গুদামের চাল ক্রয়-বিক্রয়ের অনুমতি না থাকায় প্রশাসনিক ভাবে তা জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল ব্যবসায়ী লুৎফুর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খালিয়াজুরী উপজেলা খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা বলেন, আটককৃত চালগুলো ছিল টিআর কাবিখার। চালগুলো উপজেলা চেয়ারম্যান নিচ্ছিলেন। শুক্রবার বিকেলে চালের বস্তাগুলো বের করা হয়েছে। নির্ধারিত ডিওর মাধ্যমে চালগুলো বের হয়েছে। তারা এই চালগুলো বের করে কি করবে আমরা তা জানি না।
উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বানি জব্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই চালের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে শুনেছি এগুলো কাবিখা প্রকল্পের চাল। প্রকল্পদ৯গ সভাপতিরা তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) রুয়েল সাংমা বলেন, চালগুলো প্রশাসন কর্তৃক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
চাল বিক্রির ঘটনায় কোনো মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিধি মোতাবেক বিষয়টি সমাধান করা হবে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কায়রুল বাশার বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।