সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের এসএসসি ব্যাচ-২০১৫ এর ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এসএসসি ব্যাচ-১৫ এর তৌকির আহমেদ খান শাকির এবং রাফিউজ্জামান রাফির উদ্যােগে এ ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়। ইফতার শুরু হওয়ার পূর্বে গিয়াসউদ্দিন স্কুলের সকল শিক্ষকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
আয়োজকরা জানায়, বন্ধুদের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখতেই আমাদের এমন আয়োজন। দলমত নির্বিশেষে বন্ধুত্বের টানে সকলে এ মিলনমেলায় অংশগ্রহণ করে।এসময় উপস্থিত সবাই স্কুল জীবনের নানা স্মৃতিচারণে মেতে উঠে।
দীর্ঘ ৬ বছর পর সুদূর বাহরাইন থেকে দেশে ফিরেছেন এসএসসি'১৫ এর সবুজ মিয়া। তিনি জানান, দীর্ঘদিন দেশের বাহিরে থাকায় স্কুলজীবনের বন্ধুবান্ধব থেকে অনেক দূরে ছিলাম। এই ইফতার মাহফিলের মাধ্যমে সবার সঙ্গে দীর্ঘদিন পর আবারও দেখা করার সুযোগ হলো। ঈদের আগমূহুর্তে এই মিলনমেলা ঈদের আনন্দটাকে আরো কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।
এসএসসি'১৫ এর শহীদুল ইসলাম জানান, রোজার এই শেষ সময়টায় আমার ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। কিন্তু মিলনমেলার কথা শুনে কাজের ব্যস্ততা রেখেই চলে এসেছি। তবে যারা আসে নাই তাদেরকে মিস করছি। আমাদের সবাই উপস্থিত থাকলে আরো ভালো লাগতো।
এসএসসি'১৫ এর আরেক শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, দীর্ঘদিন পর বন্ধুদের মাঝে এসে খুব ভালো লাগছে। একসময় একসাথে পড়াশোনা করলেও বর্তমানে আমরা অধিকাংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। ২০১৯ সাল থেকে আমরা এই মিলনমেলার আয়োজন শুরু করি, আজ অধিকাংশকে সামনাসামনি পেয়ে খুব ভালো লাগছে।
এসময় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ২০১৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী সিফাতুল্লাহ খান, আজিজুল হাকিম বিজয়, রিয়াজুল হাসান, আফজাল হোসেন, আলী সাকিব, আমিনুল ইসলাম সাগর,সোহানুর রহমান, দেলোয়ার হোসেন, মতিউর রহমান অনিক, আব্দুল্লাহ আল মফিজ, শরীফুল ইসলাম তনয় ও রাশেদুল ইসলাম রাজু উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না