সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের ৪৫ জন ছাত্র।
এদিন অংশগ্রহণকারীদের মধ্যে নূর আলম রোকন বলেন, বছরের ( বাংলা) প্রথম দিন ইফতারের মাধ্যমে সবাই একত্রিত হওয়ার সুযোগ পেলাম। সবমিলিয়ে দারুণ অনুভূতি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী রাতুল রহমান রুদ্র বলেন, কর্মজীবনে প্রবেশ করার পর থেকে সবার সাথে তেমন দেখা হয় না। তাই বছরের এই একটা দিনের অপেক্ষায় থাকি। ইফতার ২০১৫ ব্যাচের মিলনমেলা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না