বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আজ রাত পৌনে দশটার দিকে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার বগা ক্লিনিকের কাছে সন্ত্রাসীরা তাকে ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বগা ক্লিনিক পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানু ভুইয়া বাগেরহাট শহরের বাসাবাড়ি এলাকার আব্দুর রব ভূঁইয়ার ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বগা ক্লিনিক এর কাছে পূর্ব শত্রুতার জের ধরে বাসাভাটি এলাকার টুটুলের ছেলে ফরিদ (২৯) জেলা স্বেচ্ছাাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক তানু ভুইয়াকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। এরমধ্যে তানু ভুঁইয়ার বুকের দুইটি ও নাভিতে একটি গুলি লাগলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বগা ক্লিনিকে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার দ্রুত তাকে বাগেরহাট জেলা আড়াইশো বেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা পর বাগেরহাট পুলিশ ঘটনাসল পরিদর্শন করেছেন। তানু ভুঁইয়ার হত্যাকারী ফরিদকে গ্রেপ্তারে বাগেরহাট পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এদিকে তানু ভূঁইয়া হত্যাকাণ্ডের পর বাঘের সদর হাসপাতালে ভিড় জমিয়েছেন তার স্বজনসহ বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
বাগেরহাট জেলা আড়াইশো বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার জানিয়েছেন তানু ভূঁইয়ার বুকে দুটি ও নাভিতে একটি গুলি লাগায় কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আগামীকাল লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না