নাজিম উদ্দিন রানা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে ১০ কেজি করে সাড়ে ৬ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এ আয়োজন করেন। পৌর শহরের হ্যাপী হলের সামনে আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে এ খাদ্য সহায়তা চালের ব্যাগ তুলে দেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. আলাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ পৌরসভা সূত্র জানায়, লক্ষ্মীপুরে ১৫ টি ওয়ার্ডে সাড়ে ৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের আওতায় আনা হয়। এসব পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আগামি তিন দিন এ কার্যক্রম চলবে।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়।এটি নিন্ম আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না