বর্ষবরণকে কেন্দ্র করে নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে চলছে বর্ষবরণের প্রস্তুতি
- আপডেট সময় : ০৮:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ৬৩
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
‘বছর ঘুরে নতুনের ছোঁয়ায় হৃদয় জুড়ে, হাজারো মুকুল-কলি ফোটে একরাশ সুবাস বিলানোর প্রতীক্ষাতে’নতুন স্বপ্ন, উদ্যম ও প্রত্যাশার আলো ছড়িয়ে আবহমান কাল ধরে নতুন আঙ্গিকে নতুন রূপ, বর্ণ ও বৈচিত্র্য নিয়ে বাঙালি জাতির জীবনে বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ।
আগামীকাল বাঙালির শ্রেষ্ঠ উৎসব পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব- বর্ষবরণকে কেন্দ্র করে নেত্রকোনায় নেয়া হয়েছে নানা প্রস্তুতি। পুরানো জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে চলছে বর্ষবরণের নানা প্রস্তুতি। বর্ষবরণ উৎসবকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, কলেজের বাংলা বিভাগের সেমিনারে মাদুর বিছিয়ে শিক্ষার্থীরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। মনের মাধুরি মিশিয়ে নানারকম ছবি আঁকছেন তারা আবার কেউবা গভীর মনযোগ দিয়ে জলরঙের ছবি আঁকতে ব্যস্ত। কেউবা আবার নকশা করছেন মাটির এবং বাশের তৈরি সরঞ্জামে।
অনুষ্ঠানমালায় বৈশাখের প্রথম দিনকে বরণ করে আগামীকাল শুক্রবার সকাল ৭:০০টায় বাংলা বিভাগের আয়োজনে শুরু হবে রাখি বন্ধন।
পরে কলেজ প্রাঙ্গনে সকাল ৯:০০টায় জাতীয় সংগীত ও বৈশাখী গান এসো হে বৈশাখ, এসো এসো… গান পরিবেশন করা হবে। গান পরিবেশন শেষে, মঙ্গল শোভাযাত্রা আয়োজনসহ বর্ষবরণের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী বন্যা সাহা বলেন, ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ীকতা সব পিছু ঠেলে বাংলা ভূখণ্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতি বছরই বর্নিল সাজে আমাদের প্রাণের ক্যাম্পাস সবাই মিলে নিজেদের হাতের রংতুলির ছোঁয়ায় রাঙিয়ে তুলি। বিশ্ব যখন মহামারীতে থমকে তখনও ভার্চুয়ালি আমরা মিলিত হয়েছিলাম অনেকেই।
তিনি আরও বলেন, বৈশাখ আমাদের (বাঙালির)প্রাণের উৎসব, আমরা আমাদের ক্যাম্পাসের সকলস ছাত্র-শিক্ষক এবং কর্মচারীরা সবাই একসঙ্গে মিলে আনন্দ করি। গতবছরের ন্যায় এইবছরও রমজান মাসের মধ্য দিয়েই এবারও পহেলা বৈশাখ দিনটিতে আমরা সকলে মিলে একসাথে হচ্ছি। সকল গ্লানি, ক্লান্তি ভুলে গিয়ে নতুন ভাবে বরণ করে নিচ্ছি, বাংলা বর্ষ ১৪৩০।
সর্বশেষ আনন্দের সাথে জানান, বৈশাখের আনন্দটা আমরা রাখি বন্ধনের মধ্য দিয়ে উদযাপন করে থাকি,এবছরও আমরা রাখি বন্ধনের মধ্যে দিয়ে নতুন ভাবে শুরু করব। একে অপরের বিপদে এগিয়ে আসার শপথ নিয়ে বরণ করবো আমরা বছরের নতুন দিন।