মোঃ মোস্তাফিজুর রহমান:
নওগাঁর ধামইরহাটে পুলিশের ঝটিকা অভিযানে মাদক ব্যবসায়ী সহ ১১ জনকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গতকাল দিনভর অভিযান চালিয়ে উপজেলার বংশিবাটী এলাকা থেকে রফিকুল ইসলামের ছেলে আরিফ হোসেনকে ১০পিচ টাপেন্টাডল সহ আটক করা হয়। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী যথাক্রমে আগ্রাদ্বিগুন গ্রামের মৃত খবিরের ছেলে সানাউল ইসলাম,দক্ষিন চকযদু গ্রামের নজিমুদ্দিনের ছেলে রবিউল ইসলাম, রবার্ট মার্ডির ছেলে মাইকেল মার্ডি, মাইকেল মার্ডির স্ত্রী শ্রীমতি আনাস্তা, খেলনা গ্রামের হেলাল হোসেনের স্ত্রী মোসাঃ তাপসী রাবেয়া, দুলাল হোসেনের স্ত্রী রেহেনা, বেলাল হোসেনের স্ত্রী তুহিনুর বেগম, ও মৃত লাল মোহাম্মদের ছেলে দুলাল,মাহিসন্তোষ গ্রামের মৃত তাজেম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান এবং মৃত বিরেন পাহানের ছেলে আনন্দ পাহানকে আটক করা হয়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আটককৃত ১০ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ছিল এবং একজন মাদক ব্যবসায়ী, আটক সকলকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং ঈদ সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না