চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক-১
- আপডেট সময় : ০৮:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ৫৭
মোঃ শাহাদাত হোসেন:
চাঁপাইনবাবগঞ্জে ৭কোটি ২০লক্ষ টাকার মূল্যের ৭কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ শফিকুল ইসলাম লাদেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ও বিজিবি। বুধবার রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার আলাদুলি ইউনিয়নের কোদালকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ সিপিসি১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহরিয়ার এ তথ্য জানান।
র্যাব অধিনায়ক জানান, সীমান্তীও ভারত থেকে আমদানি হিরোইন আসার মূল হোতা শফিকুল ইসলাম লাদেন। এর আগে র্যাব তিনবার অভিযান চালিয়েও তাকে আটক করতে পারেননি। বুধবার মধ্যরাতে ৫৩- বিজিবি ব্যাটালিয়নের সাথে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৫ সিপিসি চাঁপাইনবাবগঞ্জ এর একটি অপারেশন দল। এ সময় তার বসত বাড়ির টয়লেটের পিছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭কেজি ১৩০গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, চলতি বছরের র্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য এটি। সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, র্যাব-৫ সিপিসি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি লেফটেন্যান্ট কমান্ডার রুতিফ আহমেদ তৌফিক এবং কোম্পানি সহকারী অধিনায়ক পুলিশ সুপার আমিনুল ইসলামসহ র্যাব ও বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা।